Single Notice View

বার্ষিক পরীক্ষা-২০২৩

Published By: Alhumaira | Published on: 10/18/2023

এত দ্বারা অত্র মাদরাসার সকল শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামি ০৫/১১/২০২৩ইং রোজ রবিবার হতে বার্ষিক পরীক্ষা আরম্ব হইবে। পরী ক্ষার ফি, বেতন ও যাবতীয় বকেয়া পাওনা হিসাব শাখায়  পরিশোধ করে শ্রেণি শিক্ষকের নিকট হতে প্রবেশ পত্র গ্রহন করার জন্য পরামর্শ ক্রমে নির্দেশ দেওয়া গেল।