২০২৪ সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত
জরুরী নোটিশ
এতদ্দ্বারা অত্র মাদ্রাসার ২০২৪ইং শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ ও শ্রেণি শিক্ষক মহোদয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে র্ভর্তিকৃত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে পূরণকৃত নির্ধারিত ফরম, ফি, ছবি ও জন্মনিবন্ধন সহ সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি জমা গ্রহন করে যাচাই বাছাই করত অফিসে জমা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো।
সময়সীমা ও ফি’র পরিমাণ
ক) বিলম্ব ফি ব্যতিত ফি জমা ৭০/- টাকা ২৫/০৮/২০২৪ থেকে ০১/০৯/২০২৪ পর্যন্ত
খ)বিলম্ব ফি সহ ফি জমা১২০/- টাকা০২/০৯/২০২৪ থেকে ১০/০৯/২০২৪ পর্যন্ত
বিঃদ্রঃ ১২ টাকা/- উন্নয়ন ফি হিসেবে গ্রহন করা হবে।
নির্দেশনাবলীঃ
১.নির্ধারিত ফরম শ্রেণি শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
২.শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরের ১লা জানুয়ারি তারিখে নূন্যতম বয়স ৯+ এবং সর্বোচ্চ বয়স ১৫ বছর হতে হবে।
৩.শিক্ষার্থীর তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
৪.শিক্ষার্থীর নামের পূর্বে ঐধভবু, কধৎর, অষযধু, গৎ., গৎং, গরংং ইত্যাদি ধরণের শব্দ ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা-মাতার নাম পূরণ করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনেরও পিতা-মাতার নাম একইরকম থাকতে হবে।
৫.একজন শিক্ষার্থীর জন্য অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। ১টি মোবইল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে সেক্ষেত্রে একাধিক শিক্ষার্থীর অভিভাবক একজন হলে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
৬.শিক্ষার্থীর তথ্য নিশ্চিত হয়ে অফিসে জমা দিতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পাদন করতে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব শ্রেণি শিক্ষককে বহন করতে হবে।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
(ফররুখ আহমদ)
অধ্যক্ষ ও সচিব
আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা